রমজানে ১০টি এ্যাপস অবশ্যই ইনষ্টল করা লাগবে রমজানের সেরা ১০টি এ্যাপস ও বই আজই ডাউনলোড করুন

 

রমজানে ১০টি এ্যাপস অবশ্যই ইনষ্টল করা লাগবে

রমজানের সেরা ১০টি এ্যাপস ও বই আজই ডাউনলোড করুন



রমজান মাস ব্যাপী প্রতিটি পদে পদে যে এ্যাপসগুলি খুবই গুরুত্বপূণ এমন ১০টি এপস ও বইপত্র নিয়ে আজ সংক্ষিপ্ত দিক নির্দেশনা দিব, আজই এই এ্যাপস ও বই গুলি ডাউন লোড করে নিন তাহলে আশা করি আপনার রমজান অত্যন্ত চমৎকার ভাবে কাটাতে পারবেন।,

প্রথমে অনুরোধ করব আপনার মোবাইলে যদি কোন গেইম, গান, মুভি এসব থাকে তা ডিলিট করে ফেলুন

তারপর প্রয়োজনীয় ১০টি এ্যাপস ও বই ডাইনলোড করে নিন

প্রথমত- মুসলিম বাংলা,এ এ্যাপস এর দ্বারা নামাজের সময়সুচী, সেহরী ইফতারের সময়সুচী একদম আপনার এলাকা ভিত্তিক জানতে পারবেন, এলাম লাগাতে পারবেন।

২) ইসলামী বিশ্বকোষ- এই এপসটিতে সব ধরনের ধর্মীয় বই পুস্তক পাবেন, যা অফ লাইনে আপনি পড়তে পারবেন।

৩) বাংলা হাদিস এ এপসটিতে সব বড় বড় হাদীস গ্রন্থসমুহ বাংলা আরবী ও ইংরেজিতে একসাথে পাবেন,

৪) কুরআন মেমোরাইজ এপসটির মাধ্যমে সহজে কুরআন মুখস্থ করতে পারবেন,রমজানে বিশেষ বিশেষ সুরাগুলি বারবার প্রেকটিস করলে ইনশা আল্লাহ মুখস্থ হয়ে যাবে, যেমন সুরা এয়াসিন, আর রহমান, ওয়াকেয়া, মুলুক, কাহাফ ইত্যাদি।

৫) যারা বড় অক্ষরের কুরআন স্পষ্ট অক্ষরের কুরআন ইনষ্টল করতে চান তারা Quran Karim 15line এ এপসটি ইনষ্টল করতে পারেন।

৬) ৩০ দিনে কুরআন শিক্ষা এপসটির মাধ্যমে রমজানেই আপনি কুরআন শিখে ফেলতে পারবেন।

৭) জাকাতের হিসাব করার জন্য জাকাত ক্যালকুলেটর এ্যাপস ইনস্টল করতে পারেন।এই এপসটির মাধ্যমে আপনি অতি সহজে নিজের জাকাতের হিসাব বের করতে পারবেন।

৮) রমজানের গুরুত্ব তাৎপয ও মাসায়ালা মাসায়েল জানার জন্য ফয়জানে রমজান নামক এই বইটি ডাউনলোড করে নিতে পারেন।

৯) রোজা জাকাত সম্পকে সব ধরনের মাসায়ালা মাসায়েল জানার জন্য বাহারে শরীয়ত ৫ম খন্ড ডাউন লোড করতে পারেন।

১০) কুরআনের বিশুদ্ধ তরজুমা জানার জন্য কানযুল ঈমান এই এ্যাপসটি ইনষ্টল করে নিতে পারেন।

ইনশা আল্লাহ আপনার রমজান মাসটি বরকতময় হবে, জ্ঞানময় হবে।



কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.