রোজাদারের রোজাতে ২টি ভয়ানক ছিদ্র । যে ২টি কারনে রোজার ছাওয়াব কমে যায়
রোজাদারের রোজাতে ২টি ভয়ানক ছিদ্র
নাসাঈ
শরীফের ২২৩৩ নং হাদিস
قَالَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم "
الصِّيَامُ جُنَّةٌ
" .
রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রোজা ঢাল স্বরূপ।
ঢাল
মানে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল, তবে এই ঢাল ২টি কারনে ছিদ্র হয়ে যায়।
সাহাবায়ে
কেরাম প্রশ্ন করলেন কিভাবে ছিদ্র হয়? তখন হুজুর (দ) যে ২টি পাপের কথা বলেছেন তার মধ্যে
প্রথমটি হল
রোজা রেখে যে পাপটি করলে রোজাদারের ক্ষধু বেশী লাগে
যে পাপটিকে নবী করিম (দ) বড় সুদ বলে আখ্যায়িত করেছেন
যে পাপটি করলে কবর আযাব হয়,
যে পাপ করলে আল্লাহ তায়ালা পাপীকে তার ঘরের মধ্যেই অপমান
অপদস্থ করবেন বলে নবী করিম (দ) ঘোষনা করেছেন
যে পাপটি করলে মৃত ভায়ের গোস্ত খাওয়ার সাথে আল্লাহ তায়ালা
সুরা হুজরাতের ১২ নং আয়াতে তুলনা করেছেন
আর সে মারাত্মক পাপটি হল গীবত বা পরনীন্দা যার কারনে রোজাদারের
জাহান্নাম থেকে বাঁচার ঢালটি ছিদ্র হয়ে যায়
আর ২য় পাপটি হল যার কারনে রোজাদারের জাহান্নাম থেকে বাঁচার
ঢালটি ছিদ্র হয়ে যায় তা হল মিথ্যা কথা বলা।
তাই আমাদের উচিত রোজা রেখে মিথ্যা কথা এবং গিবত থেকে বেঁচে
থাকা যাতে ছিদ্রহীন ঢাল নিয়ে আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি। আর সে ঢাল দিয়ে জাহান্নামের
আগুন থেকে বাঁচতে পারি।
কোন মন্তব্য নেই