স্ত্রী সহবাস করতে না দিলে স্বামীর করণীয়
স্ত্রী যদি সহবাস করতে না দেয়,সহবাস করা যাবে?
কোন
মহিলা তার স্বামীর প্রয়োজনের ডাকে সাড়া না দিলে যদি সে তার উপর রাগান্বিত হয়ে রাত্রি
যাপন করে তা হলে ফিরিশ্তারা তার উপর লা’নত করতে
থাকেন যতক্ষণ না সে সকালে উপনীত হয়।
আবূ হুরাইরাহ্ (রাঃ)
থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْـمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ.
‘‘কোন পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি
তাতে সাড়া না দেয় অতঃপর সে তার উপর রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে তা হলে ফিরিশ্তারা
তার উপর লা’নত করতে থাকে যতক্ষণ না সে সকালে উপনীত হয়’’। (বুখারী ৩২৩৭;
মুসলিম ১৪৩৬)
আবূ
হুরাইরাহ্ (রাঃ) থেকে আরো বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন:
وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ! مَا مِنْ رَجُلٍ يَدْعُوْ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهَا، فَتَأْبَى عَلَيْهِ إِلاَّ كَانَ الَّذِيْ فِيْ السَّمَاءِ سَاخِطًا عَلَيْهَا حَتَّى يَرْضَى عَنْهَا.
‘‘সে সত্তার কসম যাঁর হাতে আমার জীবন! কোন ব্যক্তি নিজ স্ত্রীকে
তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সাড়া দিতে অস্বীকার করে তা হলে সে সত্তা যিনি আকাশে
রয়েছেন (আল্লাহ্ তা‘আলা) তার উপর অসন্তুষ্ট হবেন যতক্ষণ না তার উপর তার স্বামী
সন্তুষ্ট হয়’’। (বুখারী ৩২৩৭, ৫১৫৩; মুসলিম ১৪৩৬)
কোন
মহিলা নিজ স্বামীর সমূহ অধিকার আদায় না করলে সে আল্লাহ্ তা‘আলার সমূহ অধিকার
আদায় করেছে বলে ধর্তব্য হবে না।
এই ব্যপারে এত
কঠিন হকুম হওয়ার কারন হল যদি স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে স্বামী
গুনাহের দিকে পা বাড়াতে পারে, সে জন্য ঘরের স্ত্রীদের উচিত স্বামী যাতে গুনাহে
লিপ্ত হয়ে না যায় সে ব্যপারে চেষ্টা করা, স্বামীর সামনে সাজগোজ করে পরিপাঠি করে
চলাফেলা করা, যাতে স্বামী পরনারীর প্রতি আকৃষ্ট না হয়।
সে জন্য স্ত্রী
যদি অসুস্থ না হয়, কোন ধরনের শারিরিক প্রতিবন্ধকতা না থাকলে স্ত্রীর জন্য উচিত নয়
স্বামীকে নিজের কাছে আসতে বাঁধা দেয়া। আর স্ত্রীর যদি শারিরিক কোন রোগ বা
প্রতিবন্ধকতা থাকে তখন স্বামীর উচিত মানবিক বিবেচনায় সবর করা, পশুর মত আচরন না
করা। আর যদি স্ত্রীর কোন প্রতিবন্ধকতা না থাকে তখন ইসলামী শরীয়ত স্বামীর পক্ষেই
রায় দিয়েছে। আর সে ক্ষেত্রে স্ত্রী স্বামীকে বাঁধা দিলে স্ত্রী বড় গুনাহগার হবে।
কোন মন্তব্য নেই