৩টি চিহ্ন দেখলে বুঝবেন আপনার আমল কবুল হয়েছে, আপনার দোয়া কবুল হয়েছে কিনা বুঝার ৩টি উপায়
৩টি চিহ্ন দেখলে বুঝবেন আপনার
রমজানের এবাদত কবুল হয়েছে
4হযরত আবদুল্লাহ ইবনে
মাসউদ (রা) বলতেন,
لئن أَكُونُ أَعْلَمُ
أَنَّ اللَّهَ تَقَبَّلَ
مِنِّي عَمَلًا
أحب إليّ من أن يكون لي ملء الأرض ذهبا
(লা আন আকুনা আলাম
আন্না ল্লাহা তাকাব্বালা মিন্নি আমালান আহাব্বু ইলাই মিন আইয়্যাকুনালি মিলউল আরদি
জাহাবা)
অর্থ্যাৎ যদি আমার জানা হয়ে যায় যে আমার
আমলসমুহ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, তখন আমার কাছে এটা এতই দামী মনে হয়, এতই
মূল্যবাণ মনে হয়, যদি সারা পৃথিবী ভর্তি স্বর্ণ সদকা করি ততটা খুশি হবনা যতটা খুশি
আমার এবাদত আমার আমল কবুল হওয়ার কারনে হব
আমল
কবুল হওয়ার প্রথম চিহ্ন হল- মানুষ নেক আমলকে ভালোবাসতে শুরু করে। রমজানের পর নেক
আমলকে ভালবাসা শুরু করে দিন, গুনাহের কাজকে ঘৃণা করাকে বজায় রাখুন।
হযরত আবদুল্লাহ বিন
আব্বাস (রা) এরশাদ করেন-
إن للحسنة ضياء في الوجه ونورا في القلب وسعة في الرزق وقوة في البدن ومحبة في قلوب الخلق،
(ইন্না লিল হাসানাহ,
দিয়াআন ফিল ওয়াজহে, ) যখন মানুষের আমল কবূল হয় তখন তার চেহেরার উজ্জ্বলতা বৃদ্ধি
পায়।
(ওয়া নুরান ফিল ক্বালব) তার অন্তরে নুর সৃষ্টি হয়ে যায়।
(ওয়া কুয়্যাতান ফিল
বাদান) তার শরীরে আল্লাহ শক্তি পয়দা করে দেন।
(ওয়াছাআতান ফির রিজক)
তার রিজিকের মধ্যে প্রসস্থতা চলে আসে
(ওয়া মুহাব্বাতান ফি
কুলুবিল খালক) মাখলুকের অন্তরে তার প্রতি মহব্বত তৈরী করে দেন।
وان للسيئة سوادا في الوجه وظلمة في القلب ووهنا في البدن ونقصا في الرزق وبغضة في قلوب الخلق
আর পাপের কারনে রমজানের এবাদত কবুল না হলে-
চেহেরার নুর চলে যায়, কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, শরীরে দুবলতা অলসতা এসে যায়,
(রমজানের পর ফরয নামাজ জামাতে পড়ার শক্তিও থাকেনা) কারন হল তার রমজানের আমল কবুল
হয়নি, তার রিজিকও সংকোচিত হয়ে যায়, আর মানুষের অন্তরে তার জন্য ঘৃণা তৈরী হয়ে যায়।
আমল
কবুল হওয়ার ২য় নিশানি হল-
যার
আমল কবুল হয় তার অন্তরে নেককার লোকদের প্রতি মহব্বত চলে আসে, আর খারাপ লোকদের
প্রতি ঘৃণা সৃষ্টি হয়।
আমল কবুল হওযার ৩য়
নিশানি হল-
রমজানে কৃত আমলসমুহের
ধারাবাহিকতা যদি বজায় রাখতে এবং রমজানের পরও নৈপুন্যের সাথে করতে পারেন তাহলে
বুঝতে পারবেন আপনার রমজানের এবাদত কবুল হয়েছে, যদি রমজানে কুরআন পড়েন সে
ধারাবাহিকতা এখনও বাকী রাখুন, রমজানে নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন এখনও যদি
নফল ও তাহাজ্জুদ পড়তে মজা লাগে তাহলে বুঝে নিন আপনার রমজানের এবাদত কবুল হয়েছে।
عَنْ عَائِشَةَ رَضِيَ
اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ إِنَّ اللهَ يُحِبُّ إِذَا عَمِلَ أحَدُكُم
عَمَلاً أنْ يُتْقِنَهُ
আয়েশা (রাঃ) কর্তৃক
বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ পছন্দ করেন যে,
তোমাদের কেউ কোন কাজ করলে সে যেন তা নৈপুণ্যের সাথে করে।
আবূ য়্যা’লা ৪৩৮৬, শুআবুল ঈমান
বাইহাক্বী ৫৩১৩,
আল্লাহ আমাদের সকলের
রমজান ও রমজানের এবাদতসমুহ কবুল করুন আমিন।
কোন মন্তব্য নেই