সত্য স্বপ্নের ৩টি আলামত, কোন স্বপ্ন সত্য হয়?
সত্য স্বপ্নের ৩টি আলামত, কোন স্বপ্ন সত্য হয়?
আসসালামু আলাইকুম, কোন স্বপ্ন সত্য হয়? সত্য সপ্নের
আলামত কি? আজকের এই ভিডিওতে আমি সত্য সপ্নের ৩টি আলামত উল্লেখ করব।
আর এই ৩টি আলামত হুজুর (দ)বয়ান করেছেন।
১ম আলামত হল- সত্যবাদী লোকের স্বপ্ন সত্য হয়- হুজুর (দ)
এরশাদ করেন মানুষের মধ্যে তার স্বপ্ন বেশী সত্য হয় যে সবচেয়ে বেশী সত্যবাদী।
এর উদ্দেশ্য হল যে লোক হকের উপর থাকে, যার কথাবার্তার
মধ্যে সত্য থাকে, যে নিজের সকল লেনদেনে সৎপথ অবলম্বন করে, মিথ্যা, ধোকাবাজি, ও
প্রতারনা থেকে বেঁচে থাকে। এমন লোকের স্বপ্ন দিনের আলোর মত সত্যে পরিণত হয়।
দুনিয়াতে সবচেয়ে বড় সত্যবাদী হলেন আম্বিয়াকেরাম, তাই
আম্বিয়াদের স্বপ্নসমুহ সত্য হয়ে যেত। এর পর যারা আল্লাহ অলি তাদের অধিকাংশ স্বপ্ন
সত্য হয়ে যায়। কারন আল্লাহর অলিরা সত্যবাদী হয়ে থাকে এবং সত্যবাদীদের সঙ্গ দেন।
স্বপ্ন সত্য হওয়ার ২য় আলামত হল- আপনার স্বপ্ন যদি সুবেহ
সাদেকের সময় দেখেন, তাহলে সুবেহ সাদেকের স্বপ্ন সত্য হয়ে যায়। হুজুর (দ) এরশাদ
করেন সবচেয়ে বেশী সত্য স্বপ্ন সুবেহ সাদেকের সময় দেখানো হয়।
অনেকের মনে প্রশ্ন জাগে সুবেহ সাদেকের সময় কোনটি? মনে
রাখবেন সুবহে সাদেক এর ওয়াক্ত সে সময় যখন সাহরির সময় শেষ হয়, এশারের নামাজের
ওয়াক্ত শেষ হয়ে যায় এবং ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, সেটা সুবে সাদেকের ওয়াক্ত হয়।
যখন মানুষ রাতে ঘুমায় এবং সুবেহ সাদেকের সময় কোন স্বপ্ন
দেখে, তার সে স্বপ্ন সত্য হয়,
স্বপ্ন সত্য হওয়ার ৩য় আলামত হল- কিয়ামতের নিকটবর্তী সময়
মানুষের স্বপ্ন সত্য হবে, হুজুর (দ) এর এরশাদ হল আখেরী জামানায় মানুষের স্বপ্ন
মিথ্যা হবেনা, যখন কিয়ামতের আলামত প্রকাশ পাবে, সে সময় যারা মুমিন হবে তাদের
স্বপ্নসমুহ সত্য হবে।
সুতরাং স্বপ্ন সত্য হওয়ার ৩টি আলামত হল ১) সত্যবাদী হওয়া
২) সুবে সাদেকের স্বপ্ন হওয়া,৩) শেষ
জামানায় মুমিনের স্বপ্ন
কোন মন্তব্য নেই