দুনিয়ায় হঠাৎ এত গরম কেন? কি বললেন মসজিদে নববীর ইমাম? কিসের আলামত?
দুনিয়ায় হঠাৎ এত গরম কেন? কি বললেন মসজিদে নববীর ইমাম? কিসের আলামত?
দুনিয়ার হঠাৎ এত গরম কেন? মসজিদে নববীর ইমাম ১৪ শত বছরের
পুরানো ভয়ংকর হাদিস শুনিয়ে দিলেন
হে মুসলমানগন বতমানে এত বেশী গরম শরীরের চামড়া জ্বলে যাওয়ার উপক্রম হচ্ছে। হে ঈমানদারগন আপনারা যে গরম অনুভব করছেন তা জাহান্নামের শ্বাস
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا
فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا. فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ
نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ
مِنَ الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ ".
আবূ হূরায়রা
(রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নাম তার প্রতিপালকের কাছে এ বলে নালিশ করেছিল,
হে আমার প্রতিপালক! (দহনের প্রচণ্ডতায়) আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে। ফলে
আল্লাহ্ তা’আলা তাকে দু’টি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। আর সে
দু’টি হল, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ঠ উত্তাপ এবং শীতকালে
যে প্রচণ্ড ঠান্ডা অনুভব কর তাই।
، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ ".
আবূ যার্র
(রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপ থেকে। কাজেই গরম প্রচন্ড
হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো।
হে মুসলমান ভায়েরা আল্লাহর কসম আমরা কেহ দুনিয়ার
আগুন বরদাশত করতে সক্ষম নই। তাহলে আমরা কিভাবে জাহান্নামের আগুণ বরদাশত করব?
(মুলত বতমানে মানুষ জাহান্নামে যাওয়ার মত আমল বেশী করছে,
আর দয়ালু আল্লাহ গরমের তিব্রতা বাড়িয়ে আমাদেরকে সতক করছেন)
عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَارُكُمْ هَذِهِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ لِكُلِّ جُزْءٍ مِنْهَا حَرُّهَا " .
আবূ সাঈদ
(রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
জাহান্নামের আগুনের তুলনায় তোমাদের এই দুনিয়ার আগুন (তাপ) মাত্র সত্তর ভাগের এক ভাগ।
প্রতিটি ভাগের উত্তাপ এরই সমান।
দুনিয়ার সামান্য তাপদাহ, গরমে আপনি অতিষ্ট হাশরের মাঠের
গরম জাহান্নামের গরম আপনি কিভাবে সহ্য করবেন? তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
দুনিয়াতে গুনাহ থেকে বাঁচতে হবে, অন্যায় জুলুম থেকে বাঁচতে হবে, আল্লাহর নাফরমানি করা
থেকে বাঁচতে হবে।
কোন মন্তব্য নেই