মহানবীর (দ) জন্মের সময়কার 29 অলৌকিক ঘটনা। বিশ্বনবীর মিলাদুন্নবীর ২৯টি অজানা তথ্য কুইজ।
বিছমিল্লাহির রাহমানির রাহিম
বিশ্বনবীর (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বেলাদতের সময়কার ২৯টি মজার অলৌকিক ঘটনার তথ্য ও কুইজপ্রশ্ন:১) বিশ্বনবীর দাদা আবদুল মুত্তালিবের নাম শায়বাহ কেন রাখা হয়?
জবাব: শায়বা অথ হল বৃদ্ধ, মহানবীর দাদা আবদুল মুত্তালিব যখন জন্ম গ্রহণ করেন তখন তার মাথার চুল ছিলো সাদা তাই তাকে শায়বাহ বলে ডাকা হত।(ইবনে হিশান ১ম খন্ড, ১৩৭পৃ)
প্রশ্ন-২) মহানবীর দাদা আবদুল মুত্তালিব ভাই বোন কতজন ছিল?
জবাব- আবদুল মুত্তালিব ৯ ভাই বোন ছিল তাদের নাম যথাক্রমে, আসাদ, আবু সাইফি, নাযলাহ, আবদুল মুত্তালিব, খালিদাহ, যাঈফাহ, রুক্বাইয়া, জান্নাহ।
প্রশ্ন-৩) মহানবীর দাদা ২টি সোনার হরিন কোথায় পেলেন?
জবাব-স্বপ্ন দেখে আবদূল মুত্তালিব জমজম কুপ খনন করা আরম্ভ করে দিলেন, সে কুপে সে সব জিনিষ পেলেন যা বনি জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় জমজম কুপে নিক্ষেপ করেছিল, তাতে ছিল কিছু তলোয়ার, লৌহবর্ম, ২টি সোনার হরিন।
প্রশ্ন-৪) আবদুল মুত্তালিব কেন মহানবীর বাবা আবদুল্লাহকে কুরবানি করতে চেয়েছিল?
জবাব- আবদুল মুত্তালিব মানত করেছিল আল্লাহ যদি তাকে ১০টি পুত্র সন্তান দেয় এবং সকলে বয়োপ্রাপ্ত হয় তাহলে একজনকে কাবার জন্য কুরবান করবেন।
প্রশ্ন-৫) মহানবীর জন্মের কতদিন আগে আবরাহা বাদশা মক্কা আক্রমণ করেছিল?
জবাব- ৫৭১ খ্রিষ্ঠাব্দে ফেব্রুয়ারী মাসের শেষ দিকে বিশ্বনবীর মিলাদের মাত্র ৫০ বা ৫৫ দিন পূর্বে আবরাহা মক্কা আক্রমণ করেছিল।
প্রশ্ন-৬) আবরাহার হাতি গুলি কোন জায়গায় এসে বসে গেল?
জবাব- ওয়াদিয়ে মুহাসসার যেটা মুজদালেফা ও মিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে এসে আবরাহার হস্তিসমুহ বসে পরল।
প্রশ্ন-৭) আবরাহা বাদশা কাবা ঘর ধ্বংস করার জন্য কতজন সৈন্য এনেছিল?
জবাব-আবরাহার বাহিনিতে ৬০ হাজার সশস্ত্র সৈন্য এবং ৯ বা ১৩টি হাস্তি ছিল।
প্রশ্ন-৮) আবরাহার বিরুদ্ধে আল্লাহর সৈন্যদের অস্ত্র কি ছিল?
জবাব- আবরাহা বাদশা বিশাল বাহিনির বিরুদ্ধে আল্লাহ তায়ালা এক ঝাক ছোট ছোট পাখি প্রেরণ করেন যাদের দু পায়ে ও ঠোটে ছোলার সমান কংকর ছিল। কিন্তু সে কংকর গুলি যার যে অঙ্গে লাগত সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে মারা যেত।
প্রশ্ন-৯) আবরাহার মৃত্যু কিভাবে হয়েছিল?
জবাব- আবরাহার হাত পায়ের আঙ্গুল গুলির জোড়া খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই সে পাখির বাচ্চার মত হয়ে পড়ল, তারপর তার বক্ষ বিদীণ হয়ে হৃদপিন্ড বেরিয়ে আসে তাতে সে মারা গেল।
প্রশ্ন-১০) আবদুল মুত্তালিবের ১০ পুত্র সন্তান বা মহানবীর বাবা ও চাচাদের নাম কি?
জবাব- হারিস, জুবাইর, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবু লাহাব, গায়দাক, মুকাবভিম, যেরার, আব্বাস।
প্রশ্ন-১১) আবদুল মুত্তালিবের ৬ কন্যা সন্তান বা মহানবীর ফুফুদের নাম কি?
জবাব- মহানবীর ৬ জন ফুফুর নাম হল বায়যা, বাররাহ, আতিকাহ, সাফিয়া, আরও য়া, উমাইয়া
প্রশ্ন-১২) আবদুল্লাহর পরিবতে আবদুল মুত্তালিব কয়টি উট জবেহ করেছিল
জবাব- ১০০টি।
প্রশ্ন-১৩) মহানবী নিজেকে ২ জবিহের সন্তান কেন বলতেন?
উত্তর- মহানবী (দ) পিতা আবদুল্লাহ এবং একই বংশের হযরত ইসমাইল (আঃ) দুজনই জবিহ ছিলেন বলে মহানবী নিজেকে জবিহ বলতেন।
প্রশ্ন-১৪) মহানবীর (দ) মায়ের নাম কি?
উত্তর- মহানবীর মায়ের নাম আমেনা
প্রশ্ন-১৫) মহানবীর (দ) পিতা আবদুল্লাহ কত বছর বয়সে ইন্তেকাল করেন?
জবাব- হযরত আবদুল্লাহ মদীনায় ২৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
প্রশ্ন-১৬) উম্মে আয়মন কে?
জবাব- মহানবীর পিতা মৃত্যুকালে যে সম্পদ রেখে যান তাতে ছিল ৫টি উট, এক পাল ছাগল এবং একটি হাবশি দাসী। এই দাসীর নাম ছিল উম্মে আইমান, যিনি এতিম শিশু মহানবী (দ) কে লালন পালন করেছিলেন।
প্রশ্ন-১৭) মহানবীর (দ) বেলাদতের ইংরেজি তারিখ কত?
জবাব-মহানবী (দ) এর জন্মের তারিখ হল ২০ বা ২২ এপ্রিল ৫৭১ ঈসায়ী সাল।
প্রশ্ন-১৮) মহানবীর জন্মে সময় কিসরার রাজ প্রাসাদের কতটি ইট ধসে পড়েছিল?
জবাব- ১৪টি ইট ধসে পড়েছিল।
প্রশ্ন-১৯) মহানবী (দ) এর বেলাদতের দিন কোন হ্রদ শুকিয়ে যায়?
জবাব- সেদিন পারস্যের সভে অঞ্চলের হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদকে পূজা করা হত।
প্রশ্ন-২০) বিশ্বনবীর (দ) মিলাদের দিন বিশ্বের মুর্তি সমুহের কি হয়েছিল?
জবাব- সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে
প্রশ্ন-২১) হুজুর (দ) এর দুনিয়ায় তশরিফ আনার দিন অগ্নি উপাসকদের অগ্নির কি অবস্থা হয়?
জবাব- পারস্যের শিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়। অথচ ওই আগুন এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল।
২২) মহানবীর বেলাদতের দিন সৌদি আরব থেকে কি বের হয়?
জবাব- সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চলসহ সারা বিশ্বের ছড়িয়ে পড়ে।
প্রশ্ন-২৩) জন্মের পরপর মহানবীকে দাদা আবদুল মুত্তালেব কোথায় নিয়ে যান?
জবাব- কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং শোকরিয়া আদায় করলেন। নাম রাখলেন মুহাম্মদ।
প্রশ্ন-২৪) মহানবীর (দ) খতনা কতদিনে করানো হয়?
জবাব- আরবের নিয়ম অনুযায়ী মহানবীর খতনা হয় ৭ম দিনে।
প্রশ্ন-২৬) মহানবীকে মায়ের পর প্রথম কে দুধ পান করান?
জবাব- মাযের পর তাঁকে আবু লাহাবের দাসী ছুয়াইবা দুধ পান করান।
প্রশ্ন-২৭) মহানবীর দুধ মা বাবার নাম কি?
জবাব- দুধ মা হালিমা আর হালিমার স্বামীর নাম হারেস।
প্রশ্ন-২৮) মহানবীর (দ) দুধ ভাই বোনের নাম কি?
জবাব- মহানবীর দুধ ভাই বোনের নাম হল আবদুল্লাহ, আনিসা, হোযাফা, জোযামা।
প্রশ্ন-২৯) শিশু মুহাম্মদের কারনে দুধ মা হালিমা কি কি বরকত দেখতে পান?
জবাব- ক) দুবল সওয়ারী সবল হওয়া (খ) বুকের দুধে অফুরন্ত বরকত (গ)যে উটের ওলানে দুধ পাওয়া যেতনা এখন সে উটের ওলান দুধে ভরপুর (ঘ)যে চারনভুমিতে গ্রামের অন্য পশুদের পেট ভরতনা সে চারনভুমিতে হালিমার পশুদের পেট ভরে যেত।
কোন মন্তব্য নেই