সন্তানের ঈদীর টাকা মা বাবা খরচ করতে পারবে? ইসলামী প্রশ্নোত্তর

সন্তানের ঈদী বা জন্মদিনের গিফট
কি পিতা মাতা খরচ বা ব্যবহার করতে পারবে?



শরীয়তের বিধান হল- সন্তান যতদিন নাবালেগ থাকবে ততদিন তার ভরন পোষন

(থাকা খাওয়া কাপড়) দেয়া পিতা মাতার জন্য ওয়াজিব,  আর এটা তখন ওয়াজিব হবে

যখন সে নাবালেগ বাচ্চার কোন সম্পদ থাকবেনা নাবালেগ বাচ্চার কাছে নিজের কোন সম্পদ

যদি থাকে তখণ বাবার উপর ভরন পোষন ওয়াজিব নয়। তখন বাবা সে বাচ্চার মালই

সে বাচ্চার জন্য খরচ করতে পারবে। তবে যদি বাবা বাচ্চার মাল খরচ করতে না চায়

বরং নিজের মাল থেকে বাচ্চার
জন্য খরচ করে তাও জায়েজ।

সুতরাং ঈদের সময় যখন বাচ্চার কাছে
যে ঈদী আসে তার মালিক সে বাচ্চা

তাই এই নাবালেগ বাচ্চার ঈদী গুলি
বিনা ওজরে বিনা প্রয়োজনে মা বাবা

নিজেদের জন্য খরচ করতে পারবেনা।
তবে এই সব টাকাপয়সা মা বাবা

সে বাচ্চার জন্য খরচ করতে পারবে। যেমন স্কুলের বই খাতা, স্কুল ফিস ইত্যাদি কাজে খরচ করতে পারবে।

বাচ্চার গিফট কি অন্যকে গিফট দেয়া যাবে?

কোন অনুষ্ঠানে বাচ্চাকে যদি কোন
গিফট দেয় সেটার মালিক সে বাচ্চা,

এখন অতিরিক্ত গিফট গুলি কি
অন্য কোন অনুষ্ঠানে দেয়া যাবে?

না বাচ্চার গিফটও অন্য কাউকে দেয়া যাবেনা,
তবে অন্য বাচ্চাকে বা অন্য অনুষ্টানে যদি

দিতেও হয় তাহলে সেটা পিতা টাকার
বিনিময়ে কিনে নিবে আর সে গিফট

অন্যকে দিতে পারবেন আর টাকাগুলি
বাচ্চার জন্য খরচ করবেন।

মোট কথা ছোট বাচ্চার ঈদী কিংবা জন্মদিনের গিফট মা বাবা নিজেদের জন্য খরচ করতে পারবেনা

যদি খরচ করতে হয় যে বাচ্চার ঈদী
সে বাচ্চার জন্য খরচ করতে পারবে,

তবে মা বাবা যদি অভাবী হয় নুন আনতে পানতা ফুরায় এমন অভাবী তাহলে তাদের জন্য 

বাচ্চার ঈদীর টাকা পয়সা
সংসারের জন্য খরচ করার অনুমতি আছে।

ওয়াল্লাহু আলামু বিস ছাওয়াব

 


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.