স্বপ্নে নামাজ পড়তে দেখার ব্যাখ্যা। স্বপ্নের তাবির। ১০ ধরনের তাবির আছে

 

স্বপ্নে নামাজ পড়তে দেখার ১০ ধরনের তাবির  আছে


স্বপ্নে ফজর নামাজ পড়তে দেখলে কি হয়, জুহর নামাজ পড়তে দেখলে কি হয়, তেমনি ভাবে, আসর, মাগরিব, এশা, ঈদের নামাজ, জানাযার নামাজ পড়লে কি ব্যাখ্যা, তাছাড়া কোন নামাজ পড়তে দেখলে মৃত্যু হয়, কিবলার বিপরিতে ফিরে নামাজ পড়তে দেখলে কি হয় বিস্তারিত জানাব

প্রথমত: যদি কেহ নিজে নামাজ পড়তে দেখে তাহলে সে হজ্ব কিংবা ওমরাহ করতে যাবে, অথবা সে ইসলাম ধর্মের কোন ফরয কাজ বা গুরুত্বপূণ কাজ সমাধান করবে

যে ব্যক্তি দেখবে যে সে ফরজ ও সুন্নত নামায পড়ছে, এটি ইঙ্গিত দেয় যে হতাশা হৃদয় থেকে বিদায় নেবে, এতে আশা নতুন করে জাগ্রত হবে এবং দুনিয়াতে কল্যাণ ও কল্যাণ অর্জিত হবে।

দ্বিতীয়ত: যদি কেহ স্বপ্নে ফজর নামাজ পড়তে দেখে আর সে ব্যক্তি যদি ঋণগ্রস্থ হয় তাহলে আল্লাহ তায়ালা তার জন্য ঋণ পরিশোধ করা সহজ করে দিবেন

তৃতীয়ত: যদি কেহ ফজরের নামাজ পড়তে স্বপ্ন দেখে তাহলে সে ব্যক্তি যদি কারো কোন উপকার করার ওয়াদা করে সে উক্ত ওয়াদা পুরা করবে

চতুথত: যদি কেহ জুহরের নামাজ পড়তে স্বপ্ন দেখে তাহলে সে ব্যক্তির দুনিয়াবি কাজে ব্যবসা বানিজ্যে বরকত হবে এবং তার রিজিক বৃদ্ধি পাবে

পঞ্চমত : যদি কেহ আসরের নামাজ পড়তে স্বপ্ন দেখে তাহলে সে ব্যক্তি দুনিয়াতে যত ধরনের কাজ করছে সেগুলি অনেক দুঃখ কষ্টের পর সমাধান করে নিবে

ষষ্টত: যদি কেহ মাগরিবের নামাজ পড়তে স্বপ্ন দেখে তাহলে এর তাবিরও আসরের নামাজের মত সে যে সব কাজে লেগে আছে যে সব কাজের চেষ্টা করছে সে সব কাজ সমাধান করে নিবে

সপ্তমত: যদি কেহ এশারের নামাজ পড়তে স্বপ্ন দেখে এর তাবির হল সে নিজের পরিবার পরিজনকে ভালোভাবে দেখাশুনা করছে, আর অপর একটি তাবির হল স্বপ্নে এশারের নামাজ পড়া মৃত্যুর দিকে ইশারা করে।

অষ্টমত: যদি কেহ স্বপ্নে ঈদুল ফিতরের নামাজ পড়তে দেখে তাহলে সে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে

নবমত: ঈদুল আযহার নামাজ দেখার অথ সে শিরিক গুনাহ থেকে পাক হবে

দশমত: যদি কারো জানাযা নামাজ পড়তে দেখে তাহলে স্বপ্নদ্রষ্ট যার জানাযা পড়তে দেখেছে তার জন্য বেশী বেশী গুনাহ মাফ চাইবে।

নামাজ পড়া হয় কিবলার দিকে ফিরে এখন কেহ যদি কিবলা থেকে ফিরে অন্য দিকে ফিরে নামাজ পড়তে দেখে তাহলে সে ধর্ম থেকে দুরে সরে যাচ্ছে তার ইঙ্গিত করে, তার উচিত বেশী বেশী তওবা এসতেগফার করা, এবং খুশু খুজু একাগ্রতার সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং নেক লোকদের সাথে সময় কাটানো।

যদি ভালো স্বপ্ন দেখে তাহলে আলহামদুলিল্লাহ আর খারাপ স্বপ্ন দেখলে (আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাজিহির রুইয়া পড়বেন


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.