খবরদার! ৪ অবস্থা দেখলে বুঝবেন আপনার বিপদ নিশ্চিত

খবরদার! ৪ অবস্থা দেখলে বুঝবেন আপনার বিপদ নিশ্চিত



হে আমার মুসলমান ভাই ও বোনেরা খবরদার সাবধান আল্লাহর রাসুল আমাদেরকে সতক করেছেন বলে গেছেন ৪টি অবস্থা দেখলে সাবধান হতে বলেছেন

তিরমিজী শরীফের ৩০৫৮ নং হাদিসের বর্ণনা

আল্লাহর প্রিয় হাবিব বলেন

إِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا

যখন দেখবে কৃপণতার বশ্যতা করা হচ্ছে,

অর্থ্যাৎ মানুষ কৃপণতাকে প্রাধান্য দিচ্ছে, যাকাত দেয়া বন্ধ করে দিয়েছেন, গরিব অসহায়দের জন্য খরচ করা বন্ধ করে দিয়েছেন, মানুষের কল্যাণে খরচ করা বন্ধ করে দিয়েছেন, টাকা পয়সা সম্পদ জমা করাকে জীবনের প্রধান উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছেন তখন সাবধান হয়ে যাও কারন বিপদ নিশ্চিত

নং হল

وَهَوًى مُتَّبَعًا

যখন মানুষ নফসের অনুসর করবে

অর্থ্যাৎ নফসের পুঁজা করবে, নফস যা চাইবে তাই করবে, ইসলাম কি চায় আল্লাহ কি চায় তার চিন্তা করবেনা শুধুমাত্র মন যা চায় তাই করবে তখন সাবধান হয়ে যাও কারন বিপদ অতি নিকটে

নং হল

وَدُنْيَا مُؤْثَرَةً

যখন মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দিবে

অর্থ্যাৎ আখেরাতের চিন্তা করবেনা, দুনিয়ার জন্য সব কিছু করবে, মরার পর কি হবে কবরে কি হবে হাশরে কি হবে তার ধার ধারবে না তখন সাবধান হয়ে যাও

৪থ বিপদ হল

وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْىٍ بِرَأْيِهِ

এবং প্রত্যেকে নিজের মতকে সর্বোত্তম মনে করবে

অথ্যাৎ নিজে যা বলবে সেটাই সঠিক বলে ধরে নিবে, অন্যের মতের কোন গুরুত্ব দিবেনা, নিজে যে বলে সেটা যদি ১০০% ভুলও হয় তবুও বলবে আমিই ঠিক আমিই রাইট তখন বিপদ আসবে

এরপর নবীজি বলেন যদি মানুষের মধ্যে

) কৃপনতা () নফসের পুঁজা () দুনিয়াদারি () ভুল হলেও নিজেকে সঠিক মনে করা এ টি জিনিষ দেখতে পাও তাহলে

فَعَلَيْكَ بِخَاصَّةِ نَفْسِكَ وَدَعِ الْعَوَامَّ

তখন শুধুমাত্র নিজেকে রক্ষায় নিয়োজিত থাক এবং সাধারণের ভাবনা ছেড়ে দিও।

فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامًا الصَّبْرُ فِيهِنَّ مِثْلُ الْقَبْضِ عَلَى الْجَمْر

কারণ তোমাদের পর এমন যুগ আসবে, যখন (দীনের উপর) সবর করে থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠোয় ধারণ করে রাখার মত (যন্ত্রণাদায়ক) হবে।

ِ لِلْعَامِلِ فِيهِنَّ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلاً يَعْمَلُونَ مِثْلَ عَمَلِكُمْ "

ঐ সময় দীনের উপর আমলকারীর প্রতিদান হবে তোমাদের মত পঞ্চাশজন আমলকারীর প্রতিদানের সমান।

নবীজিকে প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যকার পঞ্চাশজন না তাদের মধ্যকার পঞ্চাশজন আমলকারীর সমান? তিনি বললেনঃ না, বরং তোমাদের মধ্যকার পঞ্চাশজনের সমান তার সাওয়াব হবে।

অর্থ্যাৎ যখন ৪টি খারাপ অভ্যাস চালু হয়ে যাবে তখন অন্যের চিন্তা বাদ দিয়ে  নিজেকে নিজে দ্বিনের উপর রাখার চেস্টা করতে হবে, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে,  আর সে সময় দ্বীনের উপর থাকতে পারলে আল্লাহ সে দ্বীনদারকে সাহাবীদের যুগের ৫০ জনের সমান সাওয়াব দান করবেন সুবহানাল্লাহ

আমার মনে হয় সে সময়টি আমরা পার করছি, এখন আমাদেরকে নিজেকে নিজে বাঁচাতে হবে, গুনাহ থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার মত সকল কাজ সকল প্রোগ্রাম থেকে দুরে সরে থাকতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.