অসুস্থ সন্তানের জন্য দোয়া । All Bangla/Dua/Amal/Wazifa Maulana Nizam Uddin







সন্তানের অসুখ হলে কি পড়ে ফুঁক দিবেন
রসুলুল্লাহ (দঃ) এর কাছে জিবরাইল আমিন আসলেন এবং দেখলেন
রসুলুল্লাহ (দঃ) পেরেশান – জিবরাইল আমিন বললেন (আরা ফি ওয়াজহিকাল গাম)  এয়া রাসুলাল্লাহ আমি আপনার চেহেরায় পেরেশানি
দেখছি
(কালা
নাআম) জি হ্যাঁ আমি একটু চিন্তিত। (হুমা রায়হানাতান) এরা দুইজন হাসান ও হোসাইন
আমার বাগানের ফুল। আজ দুইজনই অসুস্থ। হুযুর (দঃ) কে জিবলি আমিন বললেন- আপনি ওদেরকে
এ কলমাগুলি পড়ে ফুঁক দিন।


(উইজুকুমা
বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি
আইনিন লাম্মাহ)

রসুলুল্লাহ (দঃ) এ দোয়াটি পড়ে হাসান ও হুসাইন দুইজনকে ফুঁক
দিলেন (ফাকামা এয়ালআবান) তারা দুইজন উঠে খেলতে আরম্ভ করল।
আপনারা যারা সন্তানকে ভালবাসেন তাদেরকে ভাল কাপড় পড়ান, ভাল
খাবার খাওয়ান, কিন্তু সন্তানের ভাল স্বাস্থ্যের জন্য আমরা এসব নববী দোয়া সমুহ আমল
করি না, তাই প্রতি মাসে প্রতিসপ্তাহে আমাদের ডাক্তারের কাছে দৌঁড়াতে হয়। সন্তান খায়
না, সন্তান পড়ে না, সন্তান মন মরা হয়ে থাকে, সন্তান বেশী দুষ্টুমি করে, সন্তান কথা
শুনে না এভাবে হাজারো অভিযোগ সন্তানের বিরুদ্ধে কিন্তু এসব সব অভিযোগ থেকে মুক্তি
পেতে আমাদেরকে এ দোয়াটি পড়ে সকাল সন্ধ্যা সন্তানকে ফুঁক দিতে হবে। আমাদের সন্তান
শারীরীকভাবে সুস্থ থাকবে। মানুষের দ্বারা সকল ক্ষতি থেকে হেফাজতে থাকবে, শয়তানের
সকল অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।
(উইজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, মিন কুল্লি শায়তানিন
ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ)

1 টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.