ছোট দোয়াটি ৩ বার পড়লে জান্নাত নিজে বলে আল্লাহ ওকে আমার ভিতর দিয়ে দাও All...
দোয়াটি
৩ বার পড়লে জান্নাত নিজেই আরজু করবে আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়ে দাও-
৩ বার পড়লে জান্নাত নিজেই আরজু করবে আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়ে দাও-
জাহান্নামের
গভীরতা সম্পর্কে হাদীছে এসেছে, আবু হুরায়রাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ছা.)-এর সাথে
ছিলাম। যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন, তোমরা কি জান এটা
কি? তখন আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন।
রাসূলুল্লাহ (ছা.) বললেন, এটি এক খন্ড পাথর যা জাহান্নামের মধ্যে
নিক্ষেপ করা হয়েছে ৭০ বছর পূর্বে, এখন পর্যন্ত সে নিচের দিকে অবতরণ করছে
জাহান্নামের তলা খুজে পাওয়া অবধি। অন্য হাদীছে এসেছে, আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) একদা একটি বড় পাথর খন্ডের দিকে ইশারা করে বলেন যে, যদি এই পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভিতরে নিক্ষেপ করা যায়, তবে ৭০ বছরেও সে তলা পাবেনা।
গভীরতা সম্পর্কে হাদীছে এসেছে, আবু হুরায়রাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ছা.)-এর সাথে
ছিলাম। যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন, তোমরা কি জান এটা
কি? তখন আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন।
রাসূলুল্লাহ (ছা.) বললেন, এটি এক খন্ড পাথর যা জাহান্নামের মধ্যে
নিক্ষেপ করা হয়েছে ৭০ বছর পূর্বে, এখন পর্যন্ত সে নিচের দিকে অবতরণ করছে
জাহান্নামের তলা খুজে পাওয়া অবধি। অন্য হাদীছে এসেছে, আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) একদা একটি বড় পাথর খন্ডের দিকে ইশারা করে বলেন যে, যদি এই পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভিতরে নিক্ষেপ করা যায়, তবে ৭০ বছরেও সে তলা পাবেনা।
আব্দুল্লাহ ইবনে
মাস’উদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, ক্বিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায়
উপস্থিত করা হবে, যার ৭০ টি লাগাম হবে এবং প্রতিটি লাগামের
সাথে ৭০ হাজার ফেরেশতা থাকবে, তাঁরা তা টেনে আনবে
মাস’উদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, ক্বিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায়
উপস্থিত করা হবে, যার ৭০ টি লাগাম হবে এবং প্রতিটি লাগামের
সাথে ৭০ হাজার ফেরেশতা থাকবে, তাঁরা তা টেনে আনবে
জাহান্নামের
আগুনের প্রখরতা সম্পর্কে হাদীছে এসেছে, আবু হুরায়রাহ
(রা.) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, তোমাদের আগুন
জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র। বলা হল, হে আল্লাহর রাসূল! জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো
যথেষ্ট ছিল। তিনি বললেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের
তাপ আরো উনসত্তর গুণ বাড়িয়ে দেয়া হয়েছে, প্রত্যেক অংশে
তার সমপরিমাণ উত্তাপ রয়েছে।
আগুনের প্রখরতা সম্পর্কে হাদীছে এসেছে, আবু হুরায়রাহ
(রা.) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, তোমাদের আগুন
জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র। বলা হল, হে আল্লাহর রাসূল! জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো
যথেষ্ট ছিল। তিনি বললেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের
তাপ আরো উনসত্তর গুণ বাড়িয়ে দেয়া হয়েছে, প্রত্যেক অংশে
তার সমপরিমাণ উত্তাপ রয়েছে।
আর জাহান্নামের
আগুনের তাপ কখনো প্রশমিত হবেনা। আল্লাহ তা‘আলা বলেন,
আগুনের তাপ কখনো প্রশমিত হবেনা। আল্লাহ তা‘আলা বলেন,
فَذُوقُوا فَلَن
نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
যার কারণে
জাহান্নামীরা কখনো সামান্যটুকু বিশ্রামের অবকাশ পাবে না এবং তাদের থেকে শাস্তির
কিছুই কমানো হবে না। আল্লাহ তা‘আলা বলেন,
জাহান্নামীরা কখনো সামান্যটুকু বিশ্রামের অবকাশ পাবে না এবং তাদের থেকে শাস্তির
কিছুই কমানো হবে না। আল্লাহ তা‘আলা বলেন,
أُولَـئِكَ الَّذِينَ
اشْتَرَوُاْ الْحَيَاةَ الدُّنْيَا بِالآَخِرَةِ فَلاَ يُخَفَّفُ عَنْهُمُ
الْعَذَابُ وَلاَ هُمْ يُنصَرُونَ
اشْتَرَوُاْ الْحَيَاةَ الدُّنْيَا بِالآَخِرَةِ فَلاَ يُخَفَّفُ عَنْهُمُ
الْعَذَابُ وَلاَ هُمْ يُنصَرُونَ
এরাই
পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা
সাহায্যও পাবে না। [ সুরা বাকারা ২:৮৬ ]
পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা
সাহায্যও পাবে না। [ সুরা বাকারা ২:৮৬ ]
রাসুলুল্লাহ
(দঃ) এরশাদ করেন যে ৩ বার এ দোয়া পড়বে (আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ) ৩ বার
বলে (কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ) হে আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়ে
দাও
(দঃ) এরশাদ করেন যে ৩ বার এ দোয়া পড়বে (আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ) ৩ বার
বলে (কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ) হে আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়ে
দাও
আর যে ৩ বার বলে আল্লাহুম্মা
আজিরনি মিনান নার কালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার হে আল্লাহ ওকে আমার ভিতর
প্রবেশ করিও না।
আজিরনি মিনান নার কালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার হে আল্লাহ ওকে আমার ভিতর
প্রবেশ করিও না।
surah maun bangla translation | সূরা আল-মাউন | Noor
উত্তরমুছুনরেফারেন্সঃ
উত্তরমুছুন