উট সাপ কেন খায়। বিষ্ময়কর রহস্য।


উট সাপ কেন খায় বিষ্ময়কর রহস্য
Why camel Eat Snake Hidden scientific facts of camel

আল কোরানের আযব ঘটনা-১০৬ তম পর্বে আজকের বিষয় উট সাপ কেন খায় এ বিষয়ে কুরান ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভাল লাগবে-
প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী হুযুর (দঃ) শুধু মানবজাতির হকসমুহ বয়ান করেননি বরং পশু পাখির হক সমুহও বয়ান করেছেন, এবং পশু পাখি প্রাণী জগতের সাথেও দয়া করার গুরুত্বারোপ করেছেন
দর্শক মন্ডলী জানোয়ারসমুহের বৈশিষ্ট্য সৌন্দর্য্য বর্ণনা করার জন্য একটি কথাই যথেষ্ট যে কোরানে পাকে বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা এসেছে শুধু তাই নয় কোরানে পাকের কয়েকটি সুরার নামও রাখা হয়েছে পশু পাখির নামে যেমন সুরা বাকারা অথ্যাৎ গাভি গরু এরপর সুরা আনআম অথ্যাৎ চতুষ্পদ জন্তু সুরা নহল মধুমক্ষি সুরা নমল পিপড়া সুরা আনকাবুত মাকড়সা সুরা ফিল হাতির নামে সুরা কুরানে পাকে রয়েছে তেমনি ভাবে সুরা ইউসুফে উটের আলোচনা আছে
দর্শনকমন্ডলী উট এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট অন্যান্য প্রাণী থেকে ভিন্ন ও উদ্ভুত
পবিত্র কোরানে উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সুর্যের দিকে তাকিয়ে থাকে বিশেষজ্ঞগন উটের এ রোগের ব্যপারে গবেষনা করে কোন উৎস বা কারন ব্যাখ্যা করতে পারে নি এ রোগের নাম হল হায়াম বিজ্ঞগন বলেন হায়াম মানে হল সাপকে জিবীত গিলে ফেলা অনেকে আবার এ বিষয়ে নাজেনেই উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়
কিন্তু দর্শ মন্ডলী আল্লাহ তায়ালা উটের হায়াম নামক এ রোগের শেফা রেখেছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে এ চিকিৎসা দেয়ার সময় উটের চোখ থেকে যে পানি বের হয় তাও চিকিৎসার জন্য খুবই উপকারী পানি কেননা সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং ৮ ঘন্টা এ অবস্থায় থাকার পর সাপের যে বিষ তার কারনে উটের চোখ থেকে পানি অঝোর ধারা প্রবাহিত হতে থাকে অনেক সময় উট নিজ থেকেই সাপ খেয়ে ফেলে যার কারনে উটের প্রচন্ড তৃষ্ণা হয় এবং উটের চোখ থেকে পানি বের হতে থাকে আর এর পানির ব্যপারে গবেষকগন বলেন যে উটের এ চোখের পানি খুবই মূল্যবান পানি সে জন্য এ চোখের পানিকে বিজ্ঞ লোকেরা ছোট চামড়ার থলেতে সংরক্ষন করে রাখে কেননা এ পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা এ চোখের পানিকে তিরয়াক বলা হয় আর তিরয়াক এমন এক ঔষধ যা যে কোন প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরী করা হয় আর যে মূল্যবান তিরয়াক অনেক কষ্টে তৈরী করা সম্ভব সে তিরয়াকই হয় সে উটের চোখের পানি যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী

দর্শকমন্ডলী উটের পিপাসার এ রোগটিকে কোরানে মাজিদে জাহান্নামীদের শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে যার অর্থ কিছুটা এমন (অতঃপর তার উপর গরম পানি টগবগ করতে থাকবে আর পানকারী পিপাষায় উটের মত সে পানি পান করবে)
لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে, [ সুরা ওয়াক্বিয়া ৫৬:৫২ ]
فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ
অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, [ সুরা ওয়াক্বিয়া ৫৬:৫৩ ]
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। [ সুরা ওয়াক্বিয়া ৫৬:৫৪ ]
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
পান করবে পিপাসিত উটের ন্যায়। [ সুরা ওয়াক্বিয়া ৫৬:৫৫ ]

উট সাপের বিষে পানি পান করতে থাকে আর জাহান্নামীরা টগবগ করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে সে পানি এতই গরম যা তাদের মুখের সামনে আনার সাথে সাথে তাদের চেহেরার গোস্ত গলে পড়বে তবুও তারা এক শ্বাসে সে পানি পান করবে আর তা তাদের পেটের সব আতুরি কেটে পিছনের রাস্তায় বের হয়ে যাবে
প্রিয় দর্শক এ জন্যই আমাদের প্রিয় নবীজি এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন এরশাদ করেন উটের মত এক শ্বাসে পানি পান করিও না বরং ৩ শ্বাসে পান পান কর

২টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.