এক লোক হুযুর এর বিছানায় যখন পেশাব করে দিল

এক লোক হুযুর এর বিছানায়
যখন পেশাব করে দিল

শুনে অবাক হবেন-  অনেক সময় দুর দুরান্ত থেকে যে সব লোক মদীনায় ইসলাম সম্পর্কে জানার জন্য আসত তাদেরকে হুযুর (দঃ) সাহাবায়ে কেরামগনের মাঝে মেহমানদারীর জন্য বন্টন করে দিতেন,

আমাদের নবীজির ঘর ছিল খুবই সাদাসিদা, অনেক বড় বাংলো, অনেকগুলি কামরা ছিল না, তারপরও হুযুর (দঃ) কখনো কখনো মেহমান নিজের জিম্মায় নিয়ে নিতেন, একবার কি হল জানেন এক মোটা তাজা ধরনের লোক মদীনায় আসল ইসলাম সম্পর্কে জানার জন্য তাঁকে হুযুর (দঃ) নিজের মেহমান হিসেবে গ্রহণ করে নিলেন, রাতে খাবার খাওয়ালেন, দুধ পরিবেশন করলেন, লোকটি সব দুধই খেয়ে নিল, খাওয়া দাওয়ার পর শুয়ে গেল, কিন্তু সকালে লোকটি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বিছানা ভিজে গেছে, সে লজ্জায় বাহিরে চলে গেল দুরে কুয়ার পাশে গিয়ে গোসল করে নিল, আর লজ্জায় সে হুজুরের ঘরে ফিরে যেতে চাচ্ছিলনা, কিন্তু সে তার কিছু মুল্যবান জিনিষপত্র হুজুরের ঘরে রেখে এসেছিল তাই একান্ত অনচ্ছিসত্বেও সে হুজুরের ঘরে ফিরে গেল, সে ঘরে গিয়ে দেখে হুজুর পানি নিয়ে নিজেই সে লোকটির বিছানা পরিস্কার করছেন, আর হুযুর লোকটিকে দেখে মুচকি হেসে দিয়ে অত্যন্ত স্বাভাবিক ভাবে নরম সুরে বললেন গোসল করে েএসেছেন? বসুন আমি নাস্তার ব্যবস্থা করছি, লোকটি বসতে ইতস্তত করছিল, কিন্তু হুযুর তাঁকে অভয় দিয়ে বললেন পেরেশানীর কোন কারন নাই অনেক সময় অতিরিক্ত ক্লান্তির কারনে এমনটি হয় এটা স্বাভাবিক আপনি একদম পেরেশান হবেন না, আপনি বসুন আমি আপনার জন্য নাস্তার এন্তেজাম করছি, লোকটি হুযুরের কথা শুনে তার মনটা বরফের মত ঠান্ডা হয়ে গেল, তার সারা শরীর কেঁপে উঠল, সে বলে উঠল আল্লাহু আকবার, এয়া রাসুলাল্লাহ আমি একজন সাধারন মানুষ তেমন জ্ঞানী নই তবে আজ আপনার এ ব্যবহারে আমি স্বাক্ষি দিচ্ছি আপনি সত্যিই আল্লাহর রাসুল, অতঃপর সে লোকটি ইসলাম ধর্ম কবুল করে চলে গেল, সে লোক তার কবিলায় ফিরে গিয়ে তার কবিলার সকলের ঘরে ঘরে গিয়ে হুযুরের এমন অসাধারণ সুন্দর আচরনের কথা কলিজা ঠান্ডা করা কথাবার্তা গুলি সকলকে প্রচার করল সে কবিলার সকলেই হুযুরের আদর্শ, আচরনের ঘটনা শুনে মুগ্ধ হয়ে গেল আর কয়েকদিন পর সে লোকটি মদীনায় আবার তশরীফ নিয়ে আসলেন তবে এবার তিনি একা আসেননি তাঁর সাথে ছিল প্রায় ৫০০ জন ঐ কবিলার লোক, যারা সকলেই ইসলাম কবুল করে নিলেন সুবহানাল্লাহ
তেরে সদকে মে আকা
সারে জাহাকো দ্বীন মিলা
বেদ্বিনুনে কলমা পড়হা
লা ইলাহা ইল্লাল্লাহ

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.