যে পশু দিয়ে কুরবানী হবেনা।কুরবানীর পশুর ১০টি ত্রুটি। Animal will not be ...







গরু
ছাগলে ১০টি দোষ থাকলে কুরবানী হবেনা।
আসন্ন কুরবানীর ঈদ, বেশীরভাগ মানুষ গরু ও ছাগল দিয়ে কুরবানী
করেন যদি গরু ও ছাগলে বা কুরবানীর জানোয়ারে এমন কিছু ত্রুটি থাকতে পারে যাতে সে প্রাণী
দিয়ে কুরবানী হয়না । কুরবানীর প্রাণীতে কোন কোন দোষ ত্রুটি থাকলে তা দিয়ে কুরবানী হবে
না আজ আমি সে রকম ১০টি ত্রুটি সম্পর্কে বিস্তারিত বয়ান করব। ইনশাল্লাহ।
কুরবানীর পশু কিনতে গেলে সামনের দিক থেকে চেক করা স্টার্ট করবেন,
প্রথমে নাক চেক করবেন, তারপর মুখ খুলে দাঁত চেক করবেন, যদি সবগুলি দাঁত থাকে তাহলে
খুব ভালো অন্যথা কমপক্ষে এতগুলি দাঁত যেন থাকে যাতে সহজে ঘাস চাবিয়ে খেতে পারে।
(১) যদি এত বেশী দাঁত পরে গেছে যে ঘাসও চিবাতে পারেনা, তাহলে
সে জানোয়ার দিয়ে কুরবানী হবে না।
(২) তারপর জিহ্বা চেক করবেন কারন যদি জিহ্বা কাটা হয় তা দিয়েও
কুরবানী হবেনা।
(৩) তারপর ২টি চোখ চেক করবেন, যদি ১টি চোখও অন্ধ খারাপ হয় তাহলে
কুরবানী হবে না। সে জন্য চোখের কাছে কিছু নিয়ে যাবেন যেমন খড়খুটা, যদি চোখের পলক নড়াচড়া
করে তাহলে বুঝবেন চোখ ঠিক আছে।
(৪) তারপর ২টি কান চেক করবেন, যদি জন্মগত ভাবে কান না থাকে
তাহলে কুরবানী হবে না। আবার কানের ৩ ভাগের ১ ভাগ বা তার চেয়ে বেশী যদি কাটা থাকে তাহলেও
কুরবানী হবে না।  তবে কান আছে কিন্তু তা যদি
সাইজে ছোট হয়  কুরবানী হয়ে যাবে। অথবা কানের
৩ ভাগের ১ ভাগ থেকে কম কাটা থাকলেও কুরবানী হবে।
(৫) তারপর ২টি শিং চেক করবেন, শিং যদি জন্মগত ভাবে না থাকে
তাহলে কুরবানী হবে, তবে যদি শিং আছে কিন্তু তা একদম গোড়া থেকে ভেঙ্গে গেছে তাহলে সে
পশুর কুরবানী হবে না।
(৬) লেজ চেক করবেন যেন কাটা না হয়, অনেক সময় লেজ কেটে গেলে
গাম দিয়ে লাগিয়ে রাখে, সেটা খেয়াল করে চেক করবেন।
(৭) ৪ টি পা চেক করবেন- যদি এমন লেংড়া হয় যে কুরবানীর স্থান
পযন্ত হেটে যেতে পারে না তাহলে কুরবানী হবে না, তবে সামান্য খুঁড়াচ্ছে কিন্তু হাটতে
পারছে তাহলে কুরবানী হবে।
(৮) গাই গরুর ৪টি স্তনও চেক করতে হবে, কমপক্ষে ৩টি যদি ঠিক
থাকে তাহলে কুরবানী হবে, যদি ১টির অধিকে কোন ত্রুটি থাকে তাহলে তা দিয়ে কুরবানী হবে
না। তেমনি ভাবে ছাগীর ২টি থেকে ১টি যদি ভালো থাকে কুরবানী হবে, যদি ২টিই ত্রুটিযুক্ত
হয় কুরবানী হবে না।
(৯) পশু রুগ্ন কিনা তাও চেক করবেন, এমন রুগ্ন যা স্পষ্ট বুঝা
যাচ্ছে তাহলে সে প্রাণী দিয়ে কুরবানী হবে না।
(১০) পশু এমন দুর্বল ও হাড্ডিসার যে তার হাড়ে মজ্জা পযন্ত এমন
এমন দুর্বল প্রাণী দিয়েও কুরবানী হবেনা।
عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُتَّقَى مِنْ الضَّحَايَا
قَالَ الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا وَالْمَرِيضَةُ
الْبَيِّنُ مَرَضُهَا وَالْعَجْفَاءُ الَّتِي لَا تُنْقِي
বারাআ ইবনু আযিব
রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি
বলেন,
যে
ধরণের
পশু
কোরবানী
করা
পরিহারযোগ্য
সেই
সম্পর্কে
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম
কে
জিজ্ঞাস
করা
হলো তিনি বললেন,
(
চার
প্রকারের
পশু
কোরবানী
করলে
তা
যথেষ্ট
হবে
না:)
এক
চোখ
অন্ধ
পশু
যার
অন্ধত্ব
সুস্পষ্ট,
খোঁড়া
পশু
যার
পঙ্গুত্ব
সুস্পষ্ট,
রুগ্ন
পশু
যার
রোগ
সুস্পষ্ট,
এবং
কৃশকায়
দুর্বল
পশু,
যার
হাড়ের
মজ্জা
শুকিয়ে
গেছে
(
সুনানে আদ দারেমি - ১৯৮৭)
মনে রাখতে হবে কুরবানি আল্লাহর জন্য আত্মত্যাগের অনন্য নিদর্শন সুতরাং নিখুঁত দোষবিহীন পশু দ্বারা কুরবানি আদায় করতে হবে
যার উপর কুরবানী ওয়াজিব সে
যদি এমন ত্রুটিযুক্ত প্রাণি কিনে নিয়ে আসে তাহলে সে চেস্টা করবে কুরবানীর আগে সে ত্রুটি
দুর করতে, নতুবা অন্য একটি ত্রুটিহীন প্রাণী এনে কুরবানী করতে হবে। আর যার উপর কুরবানী
ওয়াজিব নয়,  সে যদি এমন ত্রুটিযুক্ত প্রাণী
কিনে আনে তাহলে সে সেটি দিয়ে কুরবানী করবে, অন্য একটি কিনার প্রয়োজন নাই। 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.