নিখোঁজ স্বামীর জন্য স্ত্রী কতবছর অপেক্ষা করবে?
হাসবেন্ড যদি নিখোজ থাকে বা দীর্ঘ দিন যোগাযোগ না রাখে সে ক্ষেত্রে স্ত্রী কতদিন অপেক্ষা করবে? স্ত্রী কি আবার বিয়ে করতে পারবে? শরিয়ত কি বলে?
উত্তরঃ
স্বামী নিখোজ হওয়ার পর স্ত্রী কতদিন অপেক্ষা করবে এই ব্যাপারে ইমামদের মাঝে মতানৈক্য রয়েছে।
-
ইমাম আবু হানীফা রহঃ এর মতে ৯০ বছর পর্যন্ত অপেক্ষা করবে।
[আল লুবাব ফি শারহিল কিতাবঃ/৫-৬]
-
তবে এই মাসআলায় হানাফী মাযহাবের উলামায়ে মুতাআখরীন ইমাম মালেক রহঃ এর মাযহাবের উপর ফতোয়া দিয়েছেন।
-
এর বিস্তারিত বিবরণ হলোঃ
-
স্বামী নিখোজ হওয়ার পর সংবাদটি মুসলিম কাযীর নিকট গিয়ে স্ত্রী পেশ করবে।
-
এবং তার সাধ্যনুযায়ী নিখোজ স্বামীকে তালাশ করার পর যদি না পায়,তাহলে কাযী স্ত্রীকে চার বছর অপেক্ষা করার জন্য নির্দেশ দিবে। যদি এর মধ্যে ফিরে এসে যায় তাহলে ভালো।
-
আর যদি ফিরে না আসে তাহলে কাযী তার স্বামীর মৃত্যুর হুকুম দিবে।
-
কেননা, ওমর ফারূক (রাদ্বিঃ) বলেন, নিখোঁজ স্বামী জন্য স্ত্রী চার বৎসর পর্যন্ত অপেক্ষা করবে।
[বায়হাক্বী হাঃ১৫৩৪৫; আল মুহাল্লা ৯/৩১৬ ]
ওমর, ওছমান, আলী এবং অনেক তাবেয়ী থেকেও অনুরূপ ফতওয়া
রয়েছে । (মুহাল্লা ৯/৩২৪)
-
অতপর স্ত্রী ইদ্দত পালন করে দ্বিতীয় বিয়ে করতে পারবে।
স্ত্রী দ্বিতীয় জায়গায় বিবাহ করার পর যদি হঠাৎ প্রথম স্বামী ফিরে আসে, তাহলে উক্ত মহিলা দ্বিতীয় স্বামীর নিকট থাকা জায়েয হবেনা।
-
কেননা প্রথম স্বামী ফিরে আসার কারণে দ্বিতীয় বিবাহ বাতিল হয়ে যায়।
অতপর ২য় বিবাহ বাতিল হবার কারণে ইদ্দত পালন করতে হবে।
ইদ্দত পালন করার পর উক্ত মহিলা প্রথম স্বামীর স্ত্রী হবে।
-
[মুছান্নাফ আব্দুর রায্যাক হাঃ১২৩২৫, বায়হাক্বী হাঃ১৫৩৪৭, ১৫৩৪৮]
-
তথ্যসূত্রঃ
রাদ্দুল মুহতার ৪/২৯৫-৯৬ শারহুস সাগীর ২ /৬৯৪; -
উল্লেখ্য যে,ইদ্দতের নিয়ম হচ্ছে-
স্ত্রী গর্ভবতী না হলে মৃত বা নিখোজ স্বামীর জন্য স্ত্রী চার মাস দশদিন ইদ্দত/ শোক পালন করবে।
-
আর গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত ইদ্দত পালন করবে।
( সূরা বাকারাহঃ২৩৪;
আদ দুররুল মুখতার- ৩/ ৫১০, ৫১১, ৫৩১, হিদায়া-২/ ৪২৩, ৩/ ৪২৭)
আদ দুররুল মুখতার- ৩/ ৫১০, ৫১১, ৫৩১, হিদায়া-২/ ৪২৩, ৩/ ৪২৭)
আল্লাহু আ'লামু বিস সাওয়াব।
কোন মন্তব্য নেই