নামাজ এর স্থানে বসে জিকির করার ফজিলত। সালাতের পর ৮টি আমল | Dua Zikir aft...







নামাজের স্থানে বসে জিকির করার ফজিলত
সহিহ মুসলিম শরীফের ১৩৮০ নং হাদীস- হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেহ নামাজের জন্য মসজিদে প্রবেশ করে, যতক্ষন পর্যন্ত সে সালাতের অপেক্ষায় থাকে ততক্ষন সে সালাতে রত গণ্য হয়। আর যতক্ষন পর্যন্ত সে সালাতের স্থানে বসে থাকবে ততক্ষন পর্যন্ত (কোটি কোটি) ফিরিশতারা তার জন্য এই বলে দু করতে থাকবে যে, ( আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মাগ ফিরলাহ, আল্লাহুম্মাতুব
আলাইহ) “ইয়া আল্লাহ! তার প্রতি দয়া কর, ইয়া আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, তুমি তার তাওবা কবুল কর, যতক্ষন না সে অপরকে কষ্ট দেয় এবং অপবিত্র না হয়
এবার চিন্তা করুন- কোটি কোটি ফেরেশতা যে লোকের জন্য এই ৩টি দোয়া করে আর আল্লাহও সে দোয়া কবুল করে নেন তার চাইতে বড় কোন সৌভাগ্যবান কি পৃথিবীতে আছে?
এখন আপনি সালাতের স্থানে বসে কি পড়বেন? ব্যপারে অসংখ্য হাদীস আছে যাতে আমাদের প্রিয় নবীজির সুন্দর সুন্দর কিছু ফজিলতময় জিকিরের কথা উল্লেখ আছে যেমন




এক.
أَسْتَغْفِرُ اللَّهَ




উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ




অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই




বাক্যটি তিন বার পাঠ করতে হয়। -সহিহ মুসলিম: ১৩৬২




দুই.
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ
السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ




উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম




অর্থ: হে আল্লাহ! তোমার গুণবাচক নাম সালাম। তুমি শান্তিদাতা। তুমি কল্যাণময়। তুমি সম্মান মর্যাদার অধিকারী




উল্লেখিত দোয়াটি এক বার পাঠ করতে হয়। -মুসলিম শরিফ: ১৩৬২




তিন.
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ
لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ
قَدِيْرٌ اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ
وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ


উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। আল্লাহুম্মা লা-মানিয়া লিমা আতাইতা। ওয়া-লা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু




অর্থ: আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনি একক। তার কোনো শরিক নেই। সার্বভৌমত্বের
মালিক তিনি। সকল প্রশংসা তার। তিনি সব কিছুর ওপর সামর্থ্যবান। আপনি দিলে কেউ বাঁধা দিতে পারে না। আপনি না দিলে কেউ দিতে পারে না, কেউ উপকার করতে পারে না




দোয়াটি একবার পাঠ করতে হয়। -সহিহ বোখারি মুসলিম


চার
ত্বাবারানী শরীফের ৭৫৩২, নং হাদীস প্রত্যেক ফরয নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতের সুসংবাদ রয়েছে


পাঁচ
সহিহ মুসলিম শরীফের ১২২৭ নং হাদীসে ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার পড়লে সে কখনো বঞ্চিত হবেনা
যে এই আমল করবে সে তা দ্বারা অন্যদের থেকে অগ্রগামীদের মর্যাদা লাভ করবে
অপর বর্ণনায় আছে যে এই আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে
এই আমল যদি গরীবরা করে তারা সদকা না করেও ধনীদের মত সদকা করার নেকি অর্জন করতে পারবে
অপর বর্ণনায় আছে যে নামাজের পর এই আমলটি করবে সে ব্যর্থ হবে না


ছয়
মুসলিম শরীফের ১২৩০ নং হাদীসে আছে
যে ব্যাক্তি প্রত্যেক সালাতের পর সুবহানাল্লাহ তেত্রিশবার, আলহামদুলিল্লাহ
তেত্রিশবার আল্লাহু আকবার তেত্রিশবার বলবে এই হল নিরানব্বই-আর একশত পূর্ণ করার জন্য বলবেঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ
لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ
قَدِيرٌ
তার পাপ সমুহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনার মত হয়


সাত
মসনদে আহমদের ২১৬২১ নং হাদীস
وَعَن مُعَاذٍ رضي الله عنه : أَنَّ
رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَخَذَ بِيَدِهِ، وَقَالَ:
«يَا مُعَاذُ، وَاللهِ، إنِّي لأُحِبُّكَ، ثُمَّ أُوصِيكَ يَا مُعَاذُ لاَ
تَدَعَنَّ في دُبُرِ كُلِّ صَلاَةٍ تَقُولُ : اَللهم أعِنِّي عَلَى ذِكْرِكَ،
وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ»
মুআয রাদিয়াল্লাহুআনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, ‘‘হে মুআয! আল্লাহর শপথ! নিঃসন্দেহে আমি তোমাকে ভালবাসি। অতঃপর আমি তোমাকে অসিয়ত করছি, হে মুআয! তুমি প্রত্যেক নামাযের পশ্চাতে শব্দগুলো বলা ছাড়বে না, ‘আল্লা-হুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়াশুকরিকা অহুসনি ইবা-দাতিক।’’ (অর্থাৎ হে আল্লাহ! তোমার যিকর করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তমরূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর।)
মুসলিম ৫৯৪, নাসায়ী ১৩৩৯, ১৩৪০, আবূ দাউদ ১৫০৬, আহমাদ ১৫৬৭৩, ১৫৬৯০


আট
সুনানে নাসাঈ শরীফের ১৩৩৯ নং হাদীস
عَنْ عُلَىِّ بْنِ رَبَاحٍ، عَنْ
عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ
أَقْرَأَ الْمُعَوِّذَاتِ دُبُرَ كُلِّ صَلاَةٍ ‏.‏
উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক সালাতের পর সূরা ফালাক সূরা নাস পড়তে আদেশ করেছেন

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.